করোনাভাইরাসের সংক্রমণের পরিস্থিতি নিয়ে প্রথম অনলাইনে লাইভ ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী ডা.জাহিদ মালেক।
সোমবার (২৩ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুর রহমান প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বিকেল (আনুমানিক) ৩-৪ টায় করোনাভাইরাস সংক্রান্ত এ ব্রিফিং হবে।
তিনি আরও জানান, প্রোগ্রাম দেখতে থাকতে যুক্ত থাকুন Health Ministry Media Wing এই গ্রুপে অথবা Health Minister Zahid Maleque MP ফেসবুকের এই পেজে। গ্রুপে প্রবেশ করে আপনার নাম ও মিডিয়ার নাম লিখে কমেন্ট করলে আপনাকে লাইভ প্রশ্নোত্তর পর্বে যুক্ত করার চেষ্টা করা হবে।