রাজধানীর বাবুবাজারে বিভিন্ন আড়তে চাল বেশি দামে বিক্রি করার অপরাধে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।
সোমবার (২২ মার্চ) বেলা ১১ টা থেকে বাবু বাজার চালের আড়তে অভিযান পরিচালনা করছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। অভিযানে সহায়তা করছে র্যাব-১০।
অভিযান চলাকালে তিনি বার্তা২৪.কমকে বলেন, চালের আড়ত কৃত্রিম সংকট দেখিয়ে চালের দাম বাড়িয়েছে বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। আমরা সরজমিনে এসেও এর প্রমাণ পাই।
সারওয়ার আলম আরও বলেন, আমাদের অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।