১০ জানুয়ারি থেকে মুজিব বর্ষের ক্ষণগণনা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 16:47:23

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস (১০ জানুয়ারি) থেকে শুরু হবে মুজিব বর্ষের ক্ষণগণনা। সেজন্য রাজধানী ঢাকাসহ সারা দেশের জেলা উপজেলায় স্থাপন করা হবে ক্ষণগণনার ডিজিটাল ঘড়ি। কেন্দ্রীয়ভাবে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউর পাশে স্থাপিত হবে ক্ষণগণনা ঘড়ি।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় ক্ষণগণনা ঘড়ি স্থাপনের জায়গা পরিদর্শন শেষে মুজিব বর্ষ উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল আব্দুল নাসের এসব তথ্য জানান।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই উপস্থিত ছিলেন।

কামাল আব্দুল নাসের বলেন, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকেই মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হবে, যা চলবে ১৭ মার্চ পর্যন্ত। ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে আসা থেকে শুরু তার নতুন অধ্যায়। কেন্দ্রীয়ভাবে সংসদের সামনে এই ঘড়িতে ডিজিটাল বোর্ডের মাধ্যমে বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের ভাষণ, তার কর্মময় জীবনী প্রদর্শিত হবে। এখান থেকে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক তথ্য মানুষ জানতে পারবে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই ক্ষণগণনা শুরু হবে। ডিএনসিসি এলাকার মধ্যে হাতিরঝিলে একটি এবং উত্তরাতে একটি ক্ষণগণনা ঘড়ি স্থাপন করা হবে। প্রয়োজন হলে আরও বসনো হবে ক্ষণগণনা ঘড়ি।

এ সম্পর্কিত আরও খবর