'রাজধানীতে ৬৬ ভাগ বিল্ডিং নিয়ম মেনে তৈরি হয়নি'

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 17:52:58

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, 'আমরা সার্ভে করে দেখেছি। ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৬৬ ভাগ বিল্ডিংই কোনো নিয়ম না মেনেই তৈরি হয়েছে। রাজউকের অনুমোদিত বিল্ডিং কোড মেনে এসব বিল্ডিং তৈরি হয়নি।'

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁয়ে প্যান প্যাসিফিক হোটেলে ওয়ার্ল্ড ব্যাংক আয়োজিত ঢাকাকে বাসযোগ্য নগরীর করতে সকলের মধ্যে সমন্বয় করে 'মেট্রো ঢাকা' গড়ে তোলার বিষয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

সার্ভের কথা উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, 'আমাদের সার্ভেতে আরও উঠে এসেছে, ঢাকার মধ্যে হাইরাইজ বিল্ডিং রয়েছে ১৮৮০ মিলিয়ন। যেগুলোর বেশির ভাগ মালিক রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী । তারা সবাই আইন অমান্য করেই এসব বিল্ডিং তৈরি করেছেন। রাজউক থেকে তাদের প্রত্যেককে নোটিশ পাঠানো হয়েছে।কেন তারা রাজউকের বিল্ডিং কোড অমান্য করে বিল্ডিং তৈরি করেছে। কারণ দর্শাতে না পারলে আমরা ব্যবস্থা নিবো।'

এসময় তিনি এফআর টাওয়ারের আগুনের ঘটনার কথা উল্লেখ করে বলেন, 'বনানীতে এফআর টাওয়ারে যে আগুনের ঘটনা ঘটেছিল, সেই বিল্ডিংটি রাজউকের অনুমোদিত নিয়ম অমান্য করেই তৈরি হয়েছিল। বাড়ি তৈরির ক্ষেত্রে প্ল্যান না মানার কারণে আগুন লাগলে সেই বাড়ির কাছে দেখা যায় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি পৌছাতে পারেনা।'

গণপূর্ত মন্ত্রী আরো বলেন, 'ধানমন্ডি এলাকাতে কোনো ধরনের বাণিজ্যিক ভবন করতে দেওয়া হবে না। ঢাকাকে বাসযোগ্য নগরীর করতে বাণিজ্যিক ভবন ঢাকার বাইরে করার অনুমোদন দেওয়া হচ্ছে।'

রাজধানীকে বাসযোগ্য নগরী করতে বড় প্ল্যানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, 'রাজধানীকে বাসযোগ্য নগরী গড়ে তুলতে আমাদের বড় প্ল্যান রয়েছে। প্ল্যান বাস্তবায়ন হলে রাজধানী রোল মডেলের নগরী তৈরি হবে। এর পাশাপাশি বিল্ডিং তৈরিতে আইন মানতে হবে। আমাদের এই প্ল্যান বাস্তবায়ন হলে বিল্ডিং তৈরিতে আইন মানার কার্যক্রমও বাস্তবায়ন করা যাবে।'

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারে (পিপিআরসি) এক্সিকিডিও চেয়ারম্যান ড.হোসেন জিল্লুর রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মেরছি টেমবনসহ আরো অনেকেই।

এ সম্পর্কিত আরও খবর