জাবির ছাত্রী হলের রুম থেকে বহিরাগত যুবক আটক, পুলিশে দিলো শিক্ষার্থীরা

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-19 08:27:59

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হল থেকে মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ৫২ ব্যাচের এক ছাত্রীর রুম থেকে এক বহিরাগত যুবককে আটক করেছে ছাত্রীরা। পরে সেই যুবককে পুলিশে সোপর্দ করেছে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম৷

শনিবার (১৮ জানুয়ারি) রাত সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। ওই যুবক বিশ্ববিদ্যালয়ে হিম উৎসব দেখতে এসেছিলেন বলে জানিয়েছেন। পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে হল প্রশাসন ও প্রক্টোরিয়াল বডি৷

আটক যুবকের নাম আশরাফুল আলম পারভেজ। চট্টগ্রামের আগ্রাবাদের ডাবলমুরিং থানার মিস্ত্রিপাড়া এলাকায় তার বাড়ি। তবে বর্তমানে তিনি গাজীপুরে থাকেন বলে জানান।

বিশ্ববিদ্যালয়ের ৫২ ব্যাচের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অর্পা খন্দকার চাঁদনীর কক্ষ থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে চলমান হিম উৎসব দেখা শেষে অর্পার সহায়তায় হলে প্রবেশ করেন আশরাফুল। অর্পা আশরাফুলকে হলের তৃতীয় তলায় তার কক্ষে নিয়ে যায়। তবে প্রবেশের সময় হল গেইটের গার্ড ও অন্যান্যরা যাতে টের না পায়, সেজন্য আশরাফুল কপালে টিপ ও গায়ের চাদর মুড়িয়ে প্রবেশ করেন। তবে ওই ছেলে কক্ষে গিয়ে চাঁদর খুলে ফেললে আশেপাশের কক্ষে থাকা ছাত্রীরা তাকে শনাক্ত করে।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী শাহনাজ পারভীন শানু বলেন, ছেলেটা ক্যাম্পাসে চলমান হিম উৎসব থেকে ঐ মেয়ে বন্ধুর সাথে হলগেট পর্যন্ত আস। এরপর ছেলেটা তার সম্পূর্ণ শরীর চাদর দিয়ে ঢেকে কপালে টিপ পরে হলের ভেতরে প্রবেশ করে। ছেলেটার মাথায় লম্বা চুল ছিল। পরে আমরা ঐছেলেটাকে মেয়েদের ওয়াশরুমে দেখতে পাই। এরপর আমরা তাকে শনাক্ত করি এবং হল প্রশাসনকে জানাই।

এসময় ছাত্রীরা আশরাফুলকে আটক করে হল প্রভোস্টের কক্ষে নিয়ে আসে। পরে হল প্রভোস্ট এসে প্রক্টরিয়াল বডিকে খবর দেয়। এক পর্যায়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আশুলিয়া থানা পুলিশের একটি পরিদর্শক দলের কাছে আশরাফুলকে সোপর্দ করা হয়। এসময় হলের ক্ষুব্ধ ছাত্রীরা ওই যুবককে জুতাপেটা করে।

অভিযুক্ত আশরাফুল জানায়, অর্পার সাথে তার ফেসবুকে পরিচয়। হিম উৎসব দেখা শেষে থাকার জায়গা না থাকায় অর্পাকে জানায়। তখন অর্পা তাকে হলে নিয়ে আসে।

অপর দিকে অর্পা খন্দকার জানায়, আশরাফুলের অন্য কোথাও থাকার জায়গা না থাকায় হলে নিয়ে এসেছে।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ছাত্রীরা ফোন করে জানায় হলে এক যুবককে আটক করা হয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি এবং প্রক্টোরিয়াল বডিকে বিষয়টি অবগত করি। পরে প্রক্টোরিয়াল বডি আশুলিয়া থানা পুলিশের কাছে ওই যুবককে হস্তান্তর করে। আর এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ওই ছাত্রীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ওই ছাত্রীর পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।

সর্বশেষ তথ্যমতে অভিযুক্ত ছাত্রীর স্বামী তাকে নিয়ে যাওয়ার জন্য আসলেও শিক্ষার্থীদের তোপের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে নি৷ একপর্যায়ে একদল শিক্ষার্থী ছাত্রী হলের নিরাপত্তা প্রশ্নে মিছিল নিয়ে নওয়াব ফয়জুন্নেসা হলে আসে এবং অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় ছাত্র-শৃঙ্খলা আইন ও দেশের প্রচলিত আইনে বিচারের দাবি জানান৷

এ সম্পর্কিত আরও খবর