কুষ্টিয়ার উপজেলা মোড়ে অবস্থিত ছোট রেস্তরাঁ ‘মৌবন বাংলা’।শুধু রেস্তরাঁ না বলে একে ‘লাইব্রেরি কাম রেস্তরাাঁ’ বলাই যুক্তিযুক্ত হবে।রেস্তরাঁটির দেয়ালে থরে থরে সাজানো আছে বই।খেতে খেতে বই পড়া কিংবা বই পড়তে পড়তে খাওয়া যায় মৌবন রেস্তরাঁয়, কিছু না খেয়েও শুধু বই পড়তেও বাধা নেই রেস্তরাঁ কর্তৃপক্ষের।হুমায়ূন আহমেদ, সৈয়দ শামসুল হকসহ নন্দিত বহু লেখকের বই আছে রেস্তরাঁটিতে।