মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা পুলিশ হেফাজতে
মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফের উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ বলছে, অনুপ্রবেশ করা রোহিঙ্গারা এখন তাদের হেফাজতে রয়েছে। তাদের বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এদের মধ্য আটজন নারী, ৩০ জন শিশু রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের (ইনচার্জ) পরির্দশক শোভন কুমার সাহা বলেন, ‘টেকনাফ সমুদ্র উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করেছে। তারা সবাই মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তাদের কি করা হবে, সে বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।’
এর আগে গত ৫ জানুয়ারি টেকনাফের মেরিন ড্রাইভের উপকূলের মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক হয়েছিল।
অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.এহসান উদ্দিন। তিনি বলেন, ‘অবৈধ অনুপ্রবেশ রোধে আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনীগুলো এক সাথে কাজ করছে।