শাহরিয়ার সিজার নগর সভ্যতার চেয়ে বন-বাদাড় তাকে বেশি আকৃষ্ট করতো। সুযোগ পেলেই ছুটে যেতেন বন ও বন্যপ্রাণির কাছাকাছি।
মার্কিনমুল্লুকে (জীববিজ্ঞান) পড়াশোনার সময় বন্যপ্রাণির আরও কাছাকাছি চলে আসেন।
সেখানেই সিদ্ধান্ত নেন দেশের বন্যপ্রাণি সংরক্ষণে কাজ করার জন্য। কঠোর অধ্যবসায় শুরু করেন দেশে ফিরে।
লাউয়াছড়া থেকে পার্বত্য চট্টগ্রামের গহীন বনে বিরামহীনভাবে ছুটতে থাকেন। তার হাত ঘুরেই নতুন করে সন্ধান মেলে অনেক বিলুপ্ত প্রাণির।
তার এই অবদানের স্বীকৃতি হিসেবে জুটেছে দেশি-বিদেশি নানান পদক।