বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে জাতীয় পতাকা ঝুলে থাকতে দেখা গেছে। পতাকার দুই দিকে ঠিকমতো্ দড়ি দিয়ে না বাঁধায় ঝুলে রয়েছে জাতীয় পতাকা। এতে দেশের সার্বভৌমত্বে প্রতীক ঠিক মতো উড়তেও পারছে না।