প্রতিদিন সকাল ও বিকেল হলেই চলে আসেন চন্দ্রিমা উদ্যানে। তার সঙ্গে থাকে ব্যাগ ভর্তি বিস্কুট ও রান্না করা খাবার। উদ্যানের কুকুরগুলোকে পেট পুড়ে খাওয়ান তিনি। রিমাকে দেখলেই তার সঙ্গে মিশে যায় কুকুরগুলো। মুহুর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না তারা। কুকুরগুলোকে নিয়ে হাঁটাহাঁটি ও খেলা করে সময় কেটে যায় রিমার।