বনানীতে উদ্বোধন হল হংকং বেজড বিশ্বের সর্বাধিক জনপ্রিয় জিওর্দানোর ৪র্থ আউটলেট। বনানীর ১১ নম্বর রোডের এফ ব্লকের বাড়ি নং ৫৪‘তে উদ্বোধনী অনুষ্ঠানটি হয়। ১২৫০ বর্গফুটের এই আন্তর্জাতিক স্টোরে রয়েছে বিশ্বের ফ্যাশনেবল পণ্য। স্টাইলিস্ট টি-শার্ট, পলো-টিশার্ট, অক্সফোর্ড শার্ট, রিঙ্কেল ফ্রি শার্ট, প্যান্ট, জিন্স রয়েছে এখানে। এছাড়াও জগার, শর্টস, ক্যাপ, ইনারওয়ার, চশমা, ঘড়ি, জুতা, লেদার আইটেমসহ জিওর্দানোর সকল পণ্য পাওয়া যাবে।