শুক্রবার (১৬ আগস্ট) রাত ৮ টার দিকে পৌর এলাকা থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়। হিলি-হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, পালপাড়া-বৈগ্রাম সকড়ের খ্রিষ্টান গির্জা সংলগ্ন একটি ব্রিজের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।