ঈদের দ্বিতীয় দিনটা সকাল থেকে মেঘলা আকাশ, দিনভর থেমে থেমে বৃষ্টি। তবে বৃষ্টি বাগড়া দিলেও ভ্রমণপ্রিয় বেরিয়ে পড়েন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। সারাবছর কর্মব্যস্ত জীবন, তাই তো ছুটিতে  প্রিয়জনদের নিয়ে ঘুরতে এসেছেন হাতিরঝিলে। ঈদের দ্বিতীয় দিনে দুপুর গড়ালে ভিড় বাড়তে থাকে হাতিরঝিলে।