কোরবানির পশুর বর্জ্য কোরবানি শুরু থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়ররা। ঘোষণা অনুযায়ী, বর্জ্য উৎপাদনের পরপরই রাজধানীর প্রতিটি ওয়ার্ডে দলে দলে অপসারণের কার্যক্রম পরিচালনা করছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।