ব্যাংককে চায়নিজদের বসবাস ২০০ বছরের বেশি। চায়া ফ্রাই নদীর পশ্চিম তীরে বিস্তৃত এলাকাজুড়ে চায়না টাউন। ব্যাংককে এই চায়না টাউনকে বলা হয়, ইয়া-ওয়া-রাত। ইয়া-ওয়া-রাত সময়ে সময়ে রুপ পরিবর্তন করে। বিকেল হলেই নেয় অন্য রুপ