জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
দক্ষিণ জাপানের কিউশু অঞ্চলে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
সোমবার (১৩ জানুয়ারি) এই ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম এনএইচকে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কি না তা জানা যায়নি।
জাপানের আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে কিউশু অঞ্চল। ভূমিকম্পের পর মিয়াজাকি ও কোচির দক্ষিণাঞ্চলীয় প্রিফেকচারে এক মিটার উচ্চতার ঢেউয়ের বিষয়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিয়াজাকি শহরে ইতোমধ্যে ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউয়ের রেকর্ড করা হয়েছে। প্রাদেশিক এই রাজধানী শহরে প্রায় ৪ লাখ মানুষের বসবাস রয়েছে।
এনএইচকে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভূমিকম্পের পর পশ্চিম জাপানের ইকাতা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কিংবা কাগোশিমা প্রিফেকচারের সেনদাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনও ধরনের অস্বাভাবিক পরিস্থিতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প যে অঞ্চলে আঘাত হেনেছে তার কাছাকাছি এলাকায় দু’টি বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে।