হাটের বিভিন্ন স্থানে জমে আছে পরিষ্কার পানি, যা এডিস মশার উৎপত্তির অনুকূল পরিবেশ। এছাড়া আবর্জনাও জমে রয়েছে নানা জায়গায়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত গরুর ব্যাপারীর এসেছেন কোনো প্রস্তুতি ছাড়াই। তাদের অভিযোগ ইজারাদার বা সিটি করপোরেশন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।