জামালপুরের সাত উপজেলায় ভয়াবহ বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন মানুষজন।বন্যা শেষে নিজ ঘরে ফিরতে শুরু করলেও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েছেন তারা। বসতবাড়ি হারিয়ে সর্বস্বান্ত মানুষগুলো এখন দিশেহারা। প্রবল স্রোতে ভেঙে গেছে বসতঘর। নিজের প্রানটা ছাড়া সংসারে থাকার মতো আর কিছুই নেই।