কোরবানির ঈদ আসতে এখনো সপ্তাহখানেক বাকি। এর মধ্যেই মশলার বাজার জমতে শুরু করেছে। কোরবানির ঈদে মসলার চাহিদা স্বাভাবিক সময়ের চেয়ে বেড়ে যায় তিন থেকে চার গুণ। বর্তমান বাজারে এলাচের দাম বেড়ে কেজি প্রতি ২৫০০ থেকে ২৮০০ টাকায বিক্রি হচ্ছে। এর বাইরেও অন্য সব ধরনের মশলার দাম বেড়েছে।