ডেঙ্গুর বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার প্রচারণা শুরু করেছে পটুয়াখালী জেলা পুলিশ।রোবববার সকালে পটুয়াখালী পুলিশ লাইন থেকে এ প্রচারণা শুরু হয় পুলিশ সুপার মো. মইনুল হাসান পিপিএম এর নেতৃত্ব দেন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে কাজ শুর করেছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন। ‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়–ন’ এমন স্লোগানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।