লক্ষ্মীপুরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, জেলাব্যাপী ছড়িয়ে পড়েছে ডেঙ্গু ভীতি। এদিকে জেলাব্যাপী ডেঙ্গু আতঙ্ক মানুষের মনে দানা বেঁধে উঠেছে প্রতিদিনই সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে মানুষের ভিড় দেখা যায়। ডেঙ্গু পরীক্ষা করাতে মানুষ হুমড়ি খাচ্ছে হাসপাতালগুলোতে নির্ধারিত মূল্য থেকে ৫০ শতাংশ ছাড় দিতে দেখা গেছে।