কিশোরগঞ্জ শহরের মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীকে এখন আর চেনা যায় না। প্রমত্তা নদী এখন দখলে, দুষণ ও অবহেলায় মৃত। হঠাৎ দেখে মনে হয়, নদী নয়, ময়লা-আবর্জনার ভাগাড়। স্থানে স্থানে নদী দখল করে নিয়েছে প্রভাবশালী কুচক্রী মহল