লালবাগের চিহ্নিত মাদক কারবারি মিনারা গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

রাজধানীর লালবাগের চিহ্নিত মাদক কারবারি ও ২৮টি মাদক মামলার আসামি মিনারা বেগমকে (৪৯) গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার সহযোগী তিশা আক্তারকেও (২০) গ্রেফতার করা হয়।

গতকাল সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, লালবাগ থানার একটি টহল টিম লালবাগের আজিমপুর বাসস্ট্যান্ড এলাকার ওয়েল ফুড দোকানের সামনে রাস্তায় চেকপোস্ট ডিউটি করছিল। চেকপোস্ট চলাকালীন গতিবিধি সন্দেহজনক হওয়ায় মিনারা বেগম ও তিশা আক্তারকে আটক করে তাদের দেহ তল্লাশী করে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন স্থান গাঁজা সংগ্রহ করে লালবাগ ও নিউমাকের্ট এলাকায় বিক্রি করতো। পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় গ্রেফতারকৃত মিনারা বেগমের বিরুদ্ধে ডিএমপির নিউমার্কেট থানায় ২৮টি মাদক মামলা রয়েছে ।

গ্রেফকারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।