সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ১১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, এর মধ্যে সিরাজগঞ্জ সরকারি হাসপাতালে ৩৪ জন ও বেসরকারি হাসপাতালে ২২ জন চিকিৎসাধীন।বাকি ৫৮ জনের মধ্যে দুইজন বগুড়ায় চিকিৎসাধীন এবং ৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।