রাজধানীর অভিজাত, অনভিজাত এলাকা সবর্ত্রই চলছে মশার রাজত্ব। ছিন্নমূল মানুষের নিত্যসঙ্গী মশা-মাছি। রাজধানীতে ডেঙ্গু ভয়াবহ হলেও তার প্রভাব ততটা নেই ছিন্নমূল এসব মানুষের জীবনে। তবে জ্বরে মানুষের মৃত্যুর কথা শুনে আতঙ্কে আছেন তারা ।