ফুটবল ফ্রি-স্টাইল সারা বিশ্বে জনপ্রিয় একটি স্কিল গেম। তবে আমাদের দেশে অনেকেই একে সার্কাস হিসেবে জানে। অদম্য ইচ্ছাশক্তির জোরে ইতোমধ্যে গিনেস বুকে দুইবার নিজের নাম লিপিবদ্ধ করেছেন মাগুরার হাজিপুর গ্রামের মাহমুদুল হাসান ফয়সাল। এখন নতুন রেকর্ডের খোঁজে নেমেছেন তিনি।