কুড়িগ্রামে নানা আয়োজনে ছিটমহল বিনিময়ের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করেছেন বিলুপ্ত ছিটমহলবাসীরা। ২০১৫ সালের ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে বিলুপ্তি ঘটে ছিটমহল নামটি। মুক্তি মেলে দু’দেশের অভ্যন্তরে থাকা ১৬২ টি ছিটমহলের প্রায় ৫১ হাজার মানুষের। এর মধ্যে কুড়িগ্রাম জেলার অভ্যন্তরে থাকা ১২টি বিলুপ্ত ছিটমহল রয়েছে।