জাপা মহাসচিবের ফেক আইডি দিয়ে চাঁদা আদায়

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মসিউর রহমান রাঙ্গা

মসিউর রহমান রাঙ্গা

জাতীয় পার্টির ত্রাণ বিতরণ কর্মসূচির নাম করে চাঁদাবাজি শুরু করেছে একটি প্রতারক চক্র। চক্রটি জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি খুলে ত্রাণের নামে দেশ-বিদেশে টাকা চাচ্ছে।

এছাড়া ০১৫৩২৩৭৮২৮১ নম্বর থেকে ফোন করে নিজেকে জাতীয় পার্টি মহাসচিবের এপিএস পরিচয় দিয়ে ত্রাণের নামে চাঁদাবাজি করছে ওই চক্র।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতারক চক্র থেকে সাবধান থাকতে বলেছেন। প্রতারক চক্রের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

কেউ ত্রাণের জন্য অনুদান দিতে চাইলে পার্টি অফিসে গিয়ে রশিদ নিয়ে অনুদান দিতে অনুরোধ করা হয়েছে। জাতীয় পার্টির নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এ ব্যাপারে সতর্ক থাকতে জাতীয় পার্টির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।