জামিনে মুক্তি পেলেন শাহাদাত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কারাগার থেকে বের হয়ে দলীয় নেতাকর্মীদের সাথে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন/ ছবি: সংগৃহীত

কারাগার থেকে বের হয়ে দলীয় নেতাকর্মীদের সাথে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন/ ছবি: সংগৃহীত

প্রায় তিন মাস কারাভোগ শেষে জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম কারাগার থেকে বের হন শাহাদাত হোসেন। এরপর তিনি শাহ আমানতের মাজার জিয়ারতে উদ্দশ্যে যান। গত ৭ নভেম্বর পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলায় গ্রেফতার হন তিনি।

বিজ্ঞাপন

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘কিছুক্ষণ আগে ৪৩টি মামলা থেকে জামিন পেয়ে কারামুক্ত হন শাহাদাত হোসেন। গ্রেফতারের পরে তার বিরুদ্ধে নতুন করে ১১টি মামলা দায়ের করেছিল পুলিশ।’

কারাবন্দী অবস্থায় একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতয়ালী) আসনে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন ডা. শাহাদাত। তার মুক্তি চেয়ে বেশ কয়েকবার সংবাদ সম্মেলন করেছিলেন তার মা।