নীলফামারীতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিএনপি নেত্রী
নীলফামারীর কিশোরগঞ্জে আগুনে ১২টি দোকান পুড়ে নিঃস্ব হয়ে যায় ব্যবসায়ীরা। এসব ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না।
শনিবার (২৬ অক্টোবর) রাতে কালিকাপুর চৌধুরী বাজারে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন৷ এরআগে কালিকাপুর চৌধুরী বাজার এলাকায় মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে আগুনে পুড়ে যায় ১২ টি দোকান।
এসময় সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না বলেন, মানুষ সবসময় মানুষের জন্য। আমাদের আশপাশে কেউ সমস্যায় পড়লে মানুষ হিসেবে তার পাশে দাঁড়ানো উচিত। আমি আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে নিজের স্বার্থমত সহায়তা করেছি। সমাজের বিত্তবান সকলের তাদের সহায়তা করা প্রয়োজন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২২ অক্টোবর)রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরে মধ্যেরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে যায়। পরে আশপাশের লোকজন আগুনের ধোঁয়া দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে পুড়ে যাওয়ার মধ্যে মোবাইল সার্ভিসিং, কীটনাশক সার, মুদিদোকানসহ ১২টি দোকান ছিলো। এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।