চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর স্মরণ অনুষ্ঠান ১১ জানুয়ারি

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

আইয়ুব বাচ্চু

আইয়ুব বাচ্চু

দেশীয় রক সংগীতের জীবন্ত কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্ম, বেড়ে ওঠা, গানের শুরুসহ সবই চট্টগ্রামে। তাই তার প্রতি এই জেলার মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধ একটু বেশি। এলআরবির প্রয়াত দলনেতার স্মরণ অনুষ্ঠান করতে যাচ্ছে তার ভক্ত-শ্রোতা ও স্থানীয় সংগীতানুরাগীরা।

আগামী ১১ জানুয়ারি বিকেল ৫টায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে আইয়ুব বাচ্চুর স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছে চট্টগ্রাম আইয়ুব বাচ্চু সংগীত স্মৃতি পরিষদ, চট্টগ্রাম অডিও সংগীতশিল্পী সংস্থা, ফেয়ার টাচ মিডিয়া ও এবি মিউজিক স্টেশন।

বিজ্ঞাপন

স্মরণ সভার পর আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন চট্টগ্রামের সাসটেইন ব্যান্ড, সাইফুদ্দিন মাহমুদ খান, মামুনুল ইসলামসহ অনেকে।

এই আয়োজনে আইয়ুব বাচ্চুকে নিয়ে সাজানো নতুন একটি গানের প্রকাশনা হবে। এর শিরোনাম ‘সবার প্রিয় এবি’। এটি লিখেছেন আশিক বন্ধু।