জমতে শুরু করেছে রাজধানীর সব পশুর হাট

  • সুমন শেখ, স্টাফ ফটোকরেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জমে উঠতে  রাজধানীর পশুর হাটগুলো, ছবি: সুমন শেখ

জমে উঠতে রাজধানীর পশুর হাটগুলো, ছবি: সুমন শেখ

ইদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। তাই সময় যত ঘনিয়ে আসছে, রাজধানীর পশুর হাটগুলো ততই জমে উঠতে শুরু করেছে। ক্রেতারও হাটে ভিড় জমানো শুরু করেছেন। তবে গুরু বিক্রি এখনো পুরোপুরি শুরু হয়নি। 

বুধবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন পশুরহাট ঘুরে এমন চিত্র দেখা যায়। বার্তাটোয়েন্টিফোর.কম-এর পাঠকদের জন্য হাটের কিছু দৃশ্য তুলে ধরা হলো।   

বিজ্ঞাপন
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/08/1565232047598.jpg
হাটগুলো প্রস্তুত হয়ে যাওয়ার পর দেশে বিভিন্ন অঞ্চল থেকে সড়ক ও নদী পথে আসতে শুরু করেছে গরু।

 

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/08/1565230954791.jpg
পরিপূর্ণ হয়ে উঠছে বুড়িগঙ্গা নদীর পাশ্ববর্তী পোস্তগোলা শশ্মান ঘাট সংলগ্ন বালুর মাঠে গড়ে ওঠা অস্থায়ী গরুর হাট।

 

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/08/1565232197529.jpg
সকাল থেকে শুরু করে রাত অবদি পোস্তগোলা শশ্মান ঘাটে ভিড়তে থাকে দূর-দূরান্ত থেকে আসা গরু ভর্তি ট্রলার।

 

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/08/1565232494666.jpg
  ঘাটে ট্রলারগুলো ভিড়ানোর পর দেখেশুনে গরুগুলোকে নামানো হচ্ছে।

 

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/08/1565232255243.jpg

দেশি বিদেশি সব জাতের গরুর দেখা মিলে আফতাব নগর গরুর হাটে। যেদিকে চোখ যায় শুধু গরু আর গরু।

তবে এখনো অনেক জায়গা খালি পড়ে আছে এ গরুর হাটে।

 

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/08/1565232325067.jpg

দূর দূরান্ত থেকে ট্রাকে করে নিয়ে আসা অনেক গরু অসুস্থ হয়ে পড়ছে। এমনটি দেখা মেলে রাজধানীর আফতাব নগর

গরুর হাটে।

 

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/08/1565232364891.jpg
মেহেরপুর, চুয়াডাঙ্গা, দিনাজপুরসহ বিভিন্ন অঞ্চল থেকে গরু আসতে শুরু করেছে রাজধানীর কমলাপুর পশুর হাটে।

  

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/08/1565232395061.jpg
হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ভ্যানে করে স্বাস্থ্য কেন্দ্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে গরুটিকে।

 

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/08/1565232433223.jpg
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে গরু নিয়ে আসা ব্যবসায়ীরা গোসল করে ক্লান্তি দূর করার চেষ্টা করছেন।

 

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/08/1565232459996.jpg

কোরবানির উদ্দেশ্যে রাজধানীতে আসা গরুগুলোর খাবারের যোগান দিতে অনেকে আবার বিক্রির উদ্দেশ্যে

খড় কুটো নিয়ে বসেছেন রাস্তার পাশে।