মুজিব বর্ষে আলোকিত রাজধানী

  • ফটো স্টোরি, সুমন শেখ ও শাহরিয়ার তামিম
  • |
  • Font increase
  • Font Decrease

মুজিব বর্ষ উপলক্ষে কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের আলোকসজ্জা

মুজিব বর্ষ উপলক্ষে কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের আলোকসজ্জা

শত বছর আগে এদেশে জন্মেছিলেন এক মহান পুরুষ। বাংলাদেশের মানুষের ভাগ্যাকাশে যিনি সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। যার ডাকেই স্বাধীন হয়েছিল এই দেশ। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান।

বিজ্ঞাপন

ছাত্রাবস্থাতেই তিনি জড়িয়ে পড়েন রাজনীতির সাথে। এদেশের মানুষের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। বাংলার মানুষ তাকে ভালোবেসে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির জনক’ উপাধিতে ভূষিত করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী

এ বছর তার জন্মের শতবর্ষ পূর্ণ হতে চলায় ২০২০ সালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। মুজিব বর্ষের সূচনা হবে আগামীকাল অর্থাৎ ১৭ মার্চ থেকে। এই দিন জাতির জনকের শততম জন্মদিন।

লাল-সবুজে আলোকোজ্জ্বল মতিঝিলের শাপলা চত্বর

মাহেন্দ্রক্ষণের দিন গণনা শুরু হয়েছে অনেক আগে থেকেই। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জন্মশতবার্ষিকী পালনের জন্য। দিবসটি উদযাপনের জন্য নেওয়া হয়েছে নানা কর্মসূচি। তারই অংশ হিসেবে বিভিন্ন সরকারি বেসরকারি ভবনে আলোকসজ্জা করা হয়েছে।

রাজধানীর কয়েকটি ভবনের আলোকসজ্জার ছবি তুলেছেন বার্তা২৪.কমের আলোকচিত্রী সুমন শেখ ও শাহরিয়ার তামিম।

মুজিব বর্ষে আলোকিত জাতীয় সংসদ ভবন

 

মতিঝিলের সোনালী ব্যাংকের লাল সবুজের আলোকসজ্জা

 

মুজিব বর্ষ উপলক্ষে দিলকুশায় জনতা ফোয়ারার বর্ণিল আলোকসজ্জা