সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্রসৈকতের মনোরম দৃশ্য

  • সুমন শেখ, স্টাফ ফটোকরেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র কুয়াকাটা, ছবি: সুমন শেখ

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র কুয়াকাটা, ছবি: সুমন শেখ

কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে অবস্থিত। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত।

 কুয়াকাটা
কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ ১৮ কিলোমিটার ।   

 

বিজ্ঞাপন

 

 কুয়াকাটা
পছন্দের মানুষকে নিয়ে অনেকেই ঘুরতে আসেন সাগরকন্যা খ্যাত অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত কুয়াকাটায়।

 

 কুয়াকাটা
পাশাপাশি আরও আছে সী-বিচ মার্কেট। এখানে পাওয়া যায় সকল প্রকার আচার, চকলেট ও কসমেটিক সামগ্রী।

 

 কুয়াকাটা
সন্ধ্যা নামতেই সমুদ্রে থাকা মাছ ধরার নৌকাগুলো তীরের দিকে ফিরতে থাকে।

 

 কুয়াকাটা
কুয়াকাটা সমুদ্র সৈকতের সন্ধ্যার দৃশ্য আপনাকে বিমোহিত করবে। 

 

 কুয়াকাটা
শুটকি প্রিয় মানুষদের জন্য রয়েছে শুটকি মার্কেট। সব ধরনের শুটকি পাওয়া যায় এখানে।

 

 কুয়াকাটা
সকালের আলো ফোঁটার সাথে সাথে বিভিন্ন ধরনের জাল নিয়ে মাছ ধরায় ব্যস্ত হয়ে পরেন অনেক জেলে।

 

 কুয়াকাটা
বীচের পাশেই আছে ছোট্ট বাজার যেখানে রয়েছে জেলেদের জালে ধরা পড়া সামুদ্রিক কুড়াল, টুনা, কাঁকড়া, অক্টোপাস সহ বিভিন্ন প্রজাতির মাছ ফ্রাই। 

 

 কুয়াকাটা
সমুদ্র সৈকতের বীচে ঘোড়ার পিঠে চড়া এবং বসে ছবি তোলার সুযোগও রয়েছে।

 

 কুয়াকাটা
বেলা বাড়ার পাশাপাশি সমুদ্র সৈকতেও বাড়তে থাকে ঘুরতে আসা দর্শনার্থীদের ভিড়।

 

 কুয়াকাটা

বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে ঘুরতে আশা দর্শনার্থীরা সমুদ্রে গোসল করেন, এমনকি বীচে ছাতার নীচে বসে থাকারও ব্যবস্থা রয়েছে।