খুলনায় বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা উৎসব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

খুলনায় রথযাত্রা উৎসব, ছবি: বার্তা২৪.কম

খুলনায় রথযাত্রা উৎসব, ছবি: বার্তা২৪.কম

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ৩টায় নগরীর আর্য্য ধর্মসভা মন্দির থেকে তিনটি সুসজ্জিত রথ নিয়ে হাজারো ভক্ত জোড়াগেট প্রেমকাননে সমবেত হন। সেখানে জগন্নাথদেবের পূজা ও ভোগ আরতি করা হয়।

বিজ্ঞাপন

পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ভক্তবৃন্দ দড়ি টেনে রথ প্রেমকাননে নিয়ে যায়।

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা উৎসব

এর আগে বেলা ১২টায় আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির।

এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন- খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ এহসান শাহ, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোপী কিষণ মুন্ধড়া, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি কৃষ্ণপদ দাশ ও সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দত্ত।

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা উৎসব

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্যামল হালদার। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু।

উল্লেখ্য, আগামী ১২ জুলাই প্রেমকানন থেকে উল্টো রথযাত্রার মাধ্যমে ৯দিনব্যাপী উৎসবের সমাপনী হবে।