খুলনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনার কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে রজব আলী ঢালী (৬০) নামের একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে মারা যান তিনি। রজব আলী ঢালী কয়রা সদর ইউনিয়নের পল্লী মঙ্গল গ্রামের ফণী ঢালীর ছেলে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আহতরা হলেন- জাহাঙ্গীর আলম (২৮) শামীমা (২৩) ও হাবিবুর (২৫)। আহতরা স্থানীয় জায়গীর মহল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নিহতের পরিবার জানায়, স্থানীয় দুলু ঢালীর সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল দীর্ঘদিনের। তারই সূত্র ধরে বুধবার (২৬ জুন) দুপুর দুইটার দিকে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। হামলায় রজব আলী গুরুত্বর আহত হয়। পরে তাকে খুলনা মেডিকেলে রজব আলীকে ভর্তি করলে সকালে তিনি মারা যান।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বার্তা২৪.কম-কে বলেন, 'গত বুধবার সন্ধ্যায় উপজেলার ৪ নম্বর কয়রা পল্লী মঙ্গল এলাকায় ঘটনাটি ঘটে। শুনেছি আহত রজব আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।'