গির্জা-হোটেলে বোমা হামলা

শ্রীলঙ্কায় নিখোঁজ দুই বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণের ঘটনার পর থেকেই দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রোববার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে হামলার ঘটনা বাংলাদেশিদের অবস্থা সম্পর্কে বলতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে একজন প্রাপ্তবয়স্ক, অন্যজন শিশু। চার সদস্যের পরিবারটি শ্রীলঙ্কার বেড়াতে গিয়েছিল। আমরা আশা করছি, তারা কোনো হোটেলে বা হাসপাতালে রয়েছেন।'

তাদের সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ হাইকমিশন নিয়মিত শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।

এর আগে, শ্রীলঙ্কায় হামলায় দুজন বিদেশি নিহত হওয়ার কথা জানা যায়। তবে তারা কোনো দেশের নাগরিক, তা শ্রীলঙ্কার কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

এর আগে, শ্রীলংকার রাজধানী কলম্বোতে তিনটি গির্জা ও তিনটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, বিস্ফোরণে অন্তত ১৫৬ জন নিহত হয়েছেন এবং অন্তত ৪০০ জনেরও অধিক ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার কয়েক ঘণ্টা পরপরই গার্ডেনে বোমা হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন>>শ্রীলংকায় সিরিজ বোমা হামলার ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নিন্দা