ভর্তিযুদ্ধ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৫ সেপ্টেম্বর

  • বেরোবি করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত। আগামী ১০-১৪ নভেম্বর বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক এহতেরামুল হক।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৯-২০ শিক্ষাবর্ষেও বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদভূক্ত ২১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।