ভর্তিযুদ্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

  • ভর্তিযুদ্ধ ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

২০১৬ বা ২০১৭ সালের মাধ্যমিক বা সমমান এবং ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটের জন্য নির্ধারিত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে।

বিজ্ঞাপন

ভর্তিচ্ছুদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (admission.cu.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

এবছর প্রতি ইউনিট/ উপ-ইউনিটে আবেদন ফি ৪৭৫ টাকা এবং আবেদন প্রসেসিং ফি ৭৫ টাকাসহ সর্বমোট ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে ভর্তি আবেদন শেষে রকেট/ শিওর ক্যাশ/ বিকাশের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

বিজ্ঞাপন

আগামী ২৭ অক্টোবর B ইউনিট, ২৮ অক্টোবর D ইউনিট, ২৯ অক্টোবর A ইউনিট, ৩০ অক্টোবর C ইউনিট, ৩১ অক্টোবর B1 উপ-ইউনিট ও D1 উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি আবেদন সংক্রান্ত যেকোন কারিগরি সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে 01555555140, 01555555141, 01556570077 নম্বরে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।