সোনারগাঁও ইউনিভার্সিটিতে চলছে ভর্তি মেলা

  • ভর্তিযুদ্ধ ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সোনারগাঁও ইউনিভার্সিটি

সোনারগাঁও ইউনিভার্সিটি

সোনারগাঁও ইউনিভার্সিটিতে চলছে ভর্তিমেলা। বিশ্ববিদ্যালয়ের গ্রিনরোড ও মহাখালী ক্যাম্পাসে শুরু হওয়া মেলায় ভর্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে ভিড় করছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা মেলায় ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানাচ্ছেন। মেলা চলাকালীন সময়ে বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসা এবং মানবিক অনুষদের সব বিভাগের ভর্তি ফিতে থাকছে ৬০% ছাড়। তাছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে টিউশন ফি ও ভর্তি ফি'র ওপর ছাড় থাকছে শিক্ষার্থীদের জন্য। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়ম অনুযায়ী সেমিস্টার পরীক্ষার ফলের ওপর ভিত্তি করেও ছাড় পাওয়া যাবে।

বিজ্ঞাপন

ভর্তি মেলা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য ১৪৭/আই, গ্রীন রোড এবং ১৪৬, ওয়্যারলেস গেট মহাখালী, ঢাকা ক্যাম্পাসে যোগাযোগ করা যাবে। ফোনে ০১৭৮০২২০০৯৯,০১৭৮০৩৩০০৪৪ নম্বরে যোগাযোগ করেও ভর্তি সংক্রান্ত তথ্য জানা যাবে।