বন্যা ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আলেমদের মাঠে নামার আহ্বান

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভায় এ আহ্বান জানায় সংগঠনটি৷ আলহাইআতুল উলয়া লিলজামিআতিল কওমিয়ার পরীক্ষায় মুমতাজ বিভাগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভায় এ আহ্বান জানায় সংগঠনটি৷ আলহাইআতুল উলয়া লিলজামিআতিল কওমিয়ার পরীক্ষায় মুমতাজ বিভাগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।

দেশের বন্যা ও ডেঙ্গু পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে নবীন আলেমদেরকে জাতির সেবায় ময়দানে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে কওমী ফোরাম৷

শুক্রবার (২ আগস্ট) অপরাহ্নে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভায় এ আহ্বান জানায় সংগঠনটি৷ আলহাইআতুল উলয়া লিলজামিআতিল কওমিয়ার পরীক্ষায় মুমতাজ বিভাগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনায় এ আয়োজন করে সংগঠনটি ৷

বিজ্ঞাপন

কওমী ফোরামের সমন্বয়ক মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কওমী ফোরামের সমন্বয়ক মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, সমন্বয়ক মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, সমন্বয়ক মাওলানা ওয়ালী উল্লাহ্ আরমান, সমন্বয়ক মাওলানা গাজী ইয়াকুব, সমন্বয়ক মাওলানা মুরতাজা হাসান ফয়জী মাসুম ৷

এছাড়াও আমন্ত্রিত মেহমান হিসাবে বক্তব্য রাখেন, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, জামিয়া কুরআনিয়া লালবাগের মুহাদ্দিস মাওলানা জুবায়ের আহমাদ, নতুনবাগ মাদরাসার প্রিন্সিাল মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাদানী নগর মাদরাসার শাইখুল হাদীস মাওলানা বশিরুদ্দিন, বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা রাফি বিন মুনির, করাইল টিএন্ডটি জামিয়া মুহাম্মাদিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা ওয়াজেদ আলী প্রমুখ ৷

সভায় বক্তরা বলেন, কৃতি শিক্ষার্থীদেরকে আগামী দিনে জাতির নেতৃত্ব দেয়ার উপযোগী হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।

এ সময় তারা  দেশের বন্যা ও ডেঙ্গু পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে নবীন আলেমদেরকে জাতির সেবায় ময়দানে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান ৷

সভায় ৫২০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।