পরিবার থেকে অন্তত একজনকে ইসলামি শিক্ষা দিন: আল্লামা শফি

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পরিবার থেকে অন্তত একজনকে ইসলামি শিক্ষা দেওয়ার আহবান জানিয়েছেন আল্লামা শফি, ছবি: বার্তা২৪.কম

পরিবার থেকে অন্তত একজনকে ইসলামি শিক্ষা দেওয়ার আহবান জানিয়েছেন আল্লামা শফি, ছবি: বার্তা২৪.কম

প্রতিটি পরিবার থেকে ছেলে হোক কিংবা মেয়ে হোক একজনকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করার আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফি।

সোমবার (৪ মার্চ) বিকেলে আনোয়ারা বোয়ালিয়া ইসলামিয়া বড় মাদরাসা পরির্দশককালে তিনি এ আহবান জানান।

বিজ্ঞাপন

আল্লামা শফি বলেন, প্রতিটি পরিবার থেকে যদি একজন আলেম হয় তাহলে পরকালে ওই আলেমের জন্য পরিবারের সবাই জান্নাতবাসী হবেন। এ ছাড়া দেশে আলেমের পরিমাণ বাড়লে সমাজে আলেম সমাজের শক্তি ও সম্মান বাড়বে।

এ সময় আল্লামা শফি আরও বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে যারা গ্রুপিং করে তাদেরকে আল্লাহতায়ালা পছন্দ করে না।

মাদরাসা পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন- বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ্, হাটহাজারী মাদরাসার পরিচালক মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ, মুফতি আল্লামা জসিম উদ্দিন, ফতেহপুর মাদরাসার পরিচালক মুফতি মাহমুদুল হাসান, কাফকো মসজিদের খতিব মুফতি আবুল হোসেন, মাওলানা আনাস মাদানি, মাওলানা ইছহাক নুর, বোয়ালিয়া বড় মাদরাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ মুফিজুর রহমান, কারি আবু তাহের, হাফেজ এজাজুল হক, মো. জমির উদ্দিন, মো. রেজাউল আজিম ও মো. মাহমুদুল হাছান প্রমুখ।