সেরা ও বাজে সরকারি সংস্থার তালিকা প্রকাশ করবে দুবাই

  • আন্তর্জাতিক ডেস্ক,বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দুবাইয়ের যুবরাজ মোহাম্মদ বিন রাশিদ, ছবি: সংগৃহীত

দুবাইয়ের যুবরাজ মোহাম্মদ বিন রাশিদ, ছবি: সংগৃহীত

নাগরিকদের জন্য সেবার মান আরও বাড়াতে সরকারি সংস্থাগুলোর ভালো-মন্দের তালিকা প্রকাশ করবে দুবাই। তালিকায় নাগরিকদের সেবা প্রদানে তিনটি সেরা সরকারি প্রতিষ্ঠান ও তিনটি বাজে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হবে।

২০২০ সালের ১৮ জানুয়ারি এই তালিকা প্রকাশ সংযুক্ত আরব আমিরাতের শহরটি। সোমবার (১৬ সেপ্টেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

দুবাইয়ের যুবরাজ ও নির্বাহী কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ বিন রাশিদ রোববার (১৫ সেপ্টেম্বর) এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, 'প্রতি বছরের শুরুতে আমরা সরকারি সংস্থাগুলোর ভালো-মন্দের তালিকা প্রকাশ করব। তালিকায় সেবা প্রদানে তিনটি সেরা ও বাজে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হবে। আগামী ১৮ জানুয়ারি প্রথমবারের মতো এই তালিকা প্রকাশ করব।'

তিনি আরও বলেন, 'এই তালিকা প্রকাশের মূল লক্ষ্য হলো- সরকারি সংস্থার সেবার মান বাড়ানো। মনিটরিংর ও স্বচ্ছতার মাধ্যমে এই তালিকা তৈরি করা হবে।'