বিহারে তীব্র গরমে ৬০ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতে তীব্র গরমে ১৪৪ ধারা জারি  ছবি: সংগৃহীত

ভারতে তীব্র গরমে ১৪৪ ধারা জারি ছবি: সংগৃহীত

গত একসপ্তাহে ভারতের বিহারে তীব্র গরমে শিশুসহ  ৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ৪৮ ঘণ্টায় বিহারের মুজফফরপুরে ৩৬ শিশুর মৃত্যু হয়েছে।   

সম্প্রতি রাজ্য সরকার এক বিবৃতিতে বিহারের গয়ায় ১৪৪ ধারা জারি করেছেন। সাধারণ মানুষের ঘরের বাইরে বের হওয়া বন্ধ করতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় তাপমাত্রার রেকর্ড অনুযায়ী, বিশ্বের ১৫টি উষ্ণ স্থানের মাঝে ভারত অষ্টম অবস্থানে আছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আরও তিনদিন তীব্র তাপ প্রবাহ চলবে ভারতে। বর্ষা আসবে দেরিতে।  

এদিকে গতসপ্তাহে উত্তর ভারতের নয়াদিল্লি, রাজস্থানের চুরু, উত্তরপ্রদেশের বান্দা ও এলাহাবাদে তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছিল। সেখানে তাপমাত্রা ৪৮ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি পর্যন্ত অতিক্রম করে।    

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রার স্বাভাবিক ভারসাম্য নিয়ন্ত্রণ হারাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ২০১০ সাল থেকে শুধু গরমের কবলে ৬ হাজারের বেশি মানুষ মারা যায়।