যুদ্ধবিমানের জ্বালানি ট্যাঙ্ক খসে গোয়া বিমানবন্দরে আগুন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

আকাশের যুদ্ধবিমান আকাশে ওড়ার সময় জ্বালানি ট্যাঙ্ক খসে পড়ে ভারতের গোয়া বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শনিবার (৮ জুন) দুপুরে বিমানবন্দরের রানওয়েতে এ অগ্নিকোণ্ডের ঘটনা ঘটে।

ভারতীয় নৌবাহিনীর সূত্রে জানা যায়, এই ঘটনার পর বিমানবন্দরের সব প্লেনে ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়। এর কয়েকঘণ্টা পর আবার প্লেন চলাচলের জন্য বিমানবন্দর উন্মুক্ত করে দেওয়া হয়।

নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মা জানান, বিমানবন্দরের রানওয়ে থেকে ওড়ানো হয়েছিল একটি ‘মিগ-২৯কে’ যুদ্ধবিমান। আকাশে ওড়ার সময় তার জ্বালানি ট্যাঙ্কটি হঠাৎ খসে পড়ে প্লেনটি থেকে।

ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়, বিমানবন্দরের এক অংশে আগুনের সঙ্গে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে যুদ্ধবিমানটির কোনো ক্ষতি হয়নি। এখন অবস্থা স্বাভাবিক।

সূত্র: আনন্দবাজার