এই জয় ভারতের, বললেন মোদি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নরেন্দ্র মোদি, ছবি: সংগৃহীত

নরেন্দ্র মোদি, ছবি: সংগৃহীত

লোকসভা নির্বাচনে জয়কে ভারতের জয় বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'আবারও জিতল ভারত'।

বৃহস্পতিবার (২৩ মে) ফলাফল গণনার শেষ সময়ে বিজয় নিশ্চিত জেনে এক টুইট বার্তায় এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, 'একসঙ্গে আমরা বড় হচ্ছি। আমাদের একসঙ্গে শ্রীবৃদ্ধি হচ্ছে। আমরা একসঙ্গে মজবুত ভারত তৈরি করব। আবারও ভারতের জয়।'

এদিকে ফলাফল বলছে, বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ২০১৪ লোকসভা নির্বাচনের থেকেও এবার আসন সংখ্যা বেশি পাবে।

৩৪৩ আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। বিপরীতে ৯৩ আসনে এগিয়ে কংগ্রেস নেতত্বাধীন ইউপিএ। ২০১৪ লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল ৩৩৬টি আসন। সেবারই প্রথম, তিন দশকে কোনও দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল।

বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, 'এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন এবং তার প্রতি মানুষের আস্থার জয়।'

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। এবারের লোকসভা নির্বাচন সাত ধাপে সম্পন্ন হয়েছে। গত ১৯ মে সর্বশেষ ধাপ অনুষ্ঠিত হয়েছে।