শতাব্দীর ভয়াবহ বন্যায় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড
অস্ট্রেলিয়ার উত্তরপূর্বাঞ্চলের কুইন্সল্যান্ডে রোজ নদীর বাঁধ খুলে দেয়ায় ভয়াবহ গতিসম্পন্ন পানিপ্রবাহ চলছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া ব্যুরো। বাঁধটির প্রকৌশলিরা বলছেন, ধারণক্ষমতার চেয়ে ৩০০ গুণ পানি বয়ে যাচ্ছে সেখান দিয়ে।
এতে স্থানীয় উপকূলীয় শহর টাউনসভিলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ইতিমধ্যে তলিয়ে গেছে সড়ক, ঘরবাড়ি, স্কুল; এমনকি বিমানবন্দরও। এ অবস্থায় গত সোমবারের মধ্যেই সেখান থেকে সহস্রাধিক মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে, বহু লোক হয়েছেন ঘরছাড়া। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে নগরীর হাজার হাজার বাসিন্দাকে বিদ্যুৎ ছাড়া থাকতে হচ্ছে।
এদিকে, শহরটির কিছু অংশে নোনা পানির কুমিরও দেখা গেছে। এতে আলাদাভাবে ঝুঁকি তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাসদস্যদের নামিয়েছে সরকার।
অতিরিক্ত বৃষ্টির কারণে সৃষ্ট এই বন্যা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো।
সূত্র: আল জাজিরা