সূচক বেড়ে পুঁজিবাজারের লেনদেন চলছে

  • সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সূচক বেড়ে পুঁজিবাজারের লেনদেন চলছে। ছবি: প্রতীকী

সূচক বেড়ে পুঁজিবাজারের লেনদেন চলছে। ছবি: প্রতীকী

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ মার্চ) সূচক বেড়ে লেনদেন চলছে। বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ৪৯ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

বিজ্ঞাপন

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেন শুরু হয় সকাল ১০টা ৩০ মিনিটে, এরপর প্রথম ২ মিনিটেই ডিএসইএক্স সূচক প্রায় ৬০ পয়েন্ট বাড়ে। তবে এরপর থেকে সূচক একটানা কমতে থাকে। ১০টা ৪০ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ৪০ পয়েন্ট বাড়ে। ১০টা ৫০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বাড়ে। তবে বেলা ১১টার দিকে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৬৯৮ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক প্রায় ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৩ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করেছে এক হাজার ৩০৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে ১৪২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, মুন্নু সিরামিকস, রেকিট বেনকিজার, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গার বিডি, এসকে ট্রিমার, ডাচ-বাংলা ব্যাংক, ডেল্টা-বাংলা হাউজিং এবং ন্যাশনাল পলিমার।

সিএসই

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৪৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৩২ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪৭ পয়েন্ট কমে ১৫ হাজার ২২১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৭৮ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৪৭ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, মারিকো, রেকিট বেনকিজার, ডেল্টা স্পিনিং, সিলভা ফার্মা, ঢাকা ব্যাংক, জেনেক্সিল, বার্জার পেইন্ট, কেডিএস অ্যাসেট এবং ইনটেক অনলাইন।