সূচক কমে উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে

  • সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সূচক কমে উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে। ছবি: প্রতীকী

সূচক কমে উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে। ছবি: প্রতীকী

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচক কমে চলছে লেনদেন। বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫ পয়েন্ট এবং সিএসসিএক্স কমেছে ৩ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

বিজ্ঞাপন

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক কমে যায়। লেনদেনের শুরুতেই সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ৮ পয়েন্ট। তবে এরপর থেকে সূচক কমার প্রবণতা বাড়তে থাকে। সকাল ১০টা ৫০ মিনিটে সূচক ৯ পয়েন্ট কমে। তবে বেলা পৌনে ১১টার দিকে সূচক কমার প্রবণতা কমতে থাকে। এদিন ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ১০ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৭৬৪ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করেছে এক হাজার ৯৯৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করেছে এক হাজার ৩০৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৬২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- পেনিনসুলা হোটেল, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফরচুন সু, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবল, এসআলম, ভিএফএসটিডিএল, সোনারবাংলা ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক এবং মুন্নু সিরামিকস।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৬৯ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৭৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৭ পয়েন্ট কমে ১৭ হাজার ৬২৬ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- এশিয়া ইন্স্যুরেন্স, পেনিনসুলা হোটেল, এসআলম, ইসলামি ফাইন্যান্স, প্রভাতি ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড, সাফকো স্পিনিং, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল এবং নুরানী।