করোনায় মেয়েদের রজার্স কাপ বাতিল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গতবছর রজার্স কাপ শিরোপা জেতেন বিয়ানকা আন্দ্রেয়াস্কু, ছবি: সংগৃহীত

গতবছর রজার্স কাপ শিরোপা জেতেন বিয়ানকা আন্দ্রেয়াস্কু, ছবি: সংগৃহীত

২০২০ সালে হচ্ছে না উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। করোনাভাইরাস মহামারীর কারণে বাতিল করা হয়েছে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের এ আসর। উইম্বলডনের মতো এবার বাতিল করা হলো চলতি বছরের রজার্স কাপ। টুর্নামেন্টের মেয়েদের বিভাগের কোনো খেলা আর হচ্ছে না এবছর।

১২ জুলাই পর্যন্ত পুরো বিশ্বে পুরুষ ও নারীদের বিভাগে কোনো ধরনের টেনিস খেলাই হবে না। কিন্তু করোনা সঙ্কটের বর্তমান যে পরিস্থিতি তাতে করে খেলা কবে নাগাদ শুরু করা যাবে তার কোনো ঠিক নেই। তাই আগস্টে মন্ট্রিলে হতে যাওয়া মেয়েদের এই টুর্নামেন্ট বাতিল করেছে ডব্লিউটিএ।

বিজ্ঞাপন

ডব্লিউটিএ এক বিবৃতিতে জানিয়েছে, কুইবেক সরকার ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের ইভেন্ট আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। একারণেই টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে টরন্টোতে হতে যাওয়া পুরুষদের ইভেন্টের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি এটিপি।

বিজ্ঞাপন